পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের নবীনবরন অনুষ্ঠিত। আজ ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের সামনে এই অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরন করে নেওয়া হয় নবাগতদের। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল। এরপর বিশ্ববিদ্যালয়ের বিজন কুমার ব্রহ্মের পরিচালনায় একে একে শুভেচ্ছা বক্তব্য দেন প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, কোষাধ্যক্ষ এবং উপাচার্য ড. হাফিজা খাতুন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য তার শুভেচ্ছা বক্তব্যে বলেন – ‘ বিশ্বকে জয় করতেই তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো। তোমরা এখন বিশ্ব পরিবারের অংশ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে তোমরাই। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের শুভ কর্মকান্ডের সাথে নিজেকে যুক্ত হয়ে নিজেকে গড়ে তুলবে তোমরা। ‘
তিনি আরো যুক্ত করেন – ‘ তোমাদের অনেকটা সৌভাগ্যই বলতে পারো যে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য সবসময়ই সাপোর্টিভ। তাঁদের সাথে তোমরা নিজেদের প্রয়োজন , সুবিধা, অসুবিধা সমূহ আলোচনা করে নিতে পারবে। এক্ষেত্রে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকার কথা না। ‘
বক্তব্য পর্ব শেষে উপাচার্য অভিভাবকদের সাথে আলাপচারিতা করেন এবং অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
Leave a Reply