ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ।
বুধবার (১’লা ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ. এইচ. এম আলী হাসান সাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ ‘র মেয়াদ শেষ হওয়ায় আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে টিএসসিসির পরিচালক পদে নিয়োগ দেন। নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বলেন, এর আগেও আমি এই দায়িত্ব পালন করেছি। তখনও চেষ্টা করছি এখনও চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করার।
প্রসঙ্গত, অধ্যাপক ড. বাকী বিল্লাহ প্রাবন্ধিক, গবেষক ও কবি এবং এর আগে আগে একাধিক বার সহকারী প্রক্টর ও টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply