বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব ১৮ জুন

স্বপ্ন ফেরি করা নোবিপ্রবি’র নীল- সাদা বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩২ ০০০ বার
নোয়াখালীর রাস্তায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীল- সাদা বাসগুলো দেখে স্কুল-কলেজপড়ুয়া অনেক শিক্ষার্থীই মনে মনে ভাবেন—একদিন আমিও এই বাসের যাত্রী হব। আবার এই শহরের রাস্তাতেই কোনো অ্যালামনাই হয়তো যানজটে বসে ওই বাসের দিকে তাকিয়েই স্মৃতিকাতর হয়ে পড়েন। ভাবেন, আহা, কী সব দিন ছিল!

ক্যাম্পাসে যাওয়া-আসার এই যানবাহন নিয়ে আবেগ, রোমাঞ্চ শুধু নোয়াখালী নয়, এর বাইরের জেলা বা শহরগুলোয়ও আছে। একেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের লাল, নীল, আকাশি, ধূসর কিংবা সবুজরঙা বাসগুলো অনেক শিক্ষার্থীর স্বপ্ন ফেরি করে বেড়ায়। যাঁরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন, তাঁদের অনেকের একটা বড় সময় কাটে এই বাসে বসে। তাই বাসযাত্রার সঙ্গে জড়িয়ে থাকে বহু স্মৃতি। ওই বাসের কোনো যাত্রীর সঙ্গে কথা বলে দেখুন, তাঁর ঝোলায় গল্পের শেষ নেই।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদা বিথী বলছিলেন নীল-সাদারঙা বাসগুলো তাঁকে কীভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে অনুপ্রেরণা জোগাল। ‘আমার স্কুল লাইফ থেকেই খুব ইচ্ছা ছিল নোবিপ্রবি তে পড়ার। যেহেতু বাসা নোয়াখালিতেই ছিলো তাই যখন নীল সাদা বাস গুলো দেখতাম মনে হতো আমিও এই ভাবে ভাইয়া আপু দের মতো  ক্যাম্পাসে যাবো। তাই স্কুল -কলেজ দুটোতেই টার্গেট ছিল কীভাবে নোবিপ্রবি তে চান্স পাওয়া যায়। আর প্রত্যেক বার নোবিপ্রবির নীল সাদা বাস দেখলেই নিজের মধ্যে একটি তীব্র ইচ্ছা এবং অসম্ভব স্পৃহা  আসতো যেভাবেই হোক পরিশ্রম দ্বারা আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে।  যখন স্কুলে যেতাম দেখতাম ভাইয়া আপুরা রাস্তার ধারে বাসের জন্য অপেক্ষা করছেন। বাসগুলোর দিকে তাকিয়ে শুধু প্রার্থনা করতাম, শিক্ষার্থীর পরিচয়ে এই বাসে চড়ার সৌভাগ্য যেন আমার হয়। সেই স্বপ্ন সত্যি হয়েছে।সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি এখন এই ক্যাম্পাসে অধ্যয়নরত।’

মাইজদী হাউজিং থেকে নিয়মিত ক্যাম্পাসের বাসে যাতায়াত করেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা বিভাগের শিক্ষার্থী শামীমা খানম মিতু। তিনি মনে করেন, ক্যাম্পাসের বাসে যাতায়াত করাটা নারী শিক্ষার্থীদের জন্য একটু বেশি সুবিধাজনক। বললেন, ‘নিজের ক্যাম্পাসের বাসে যাতায়াত করলে একটা আলাদা গর্ব যেমন কাজ করে, তেমনি একজন নারী হিসেবে এই বাসে আমি অনেক বেশি নিরাপদ বোধ করি। সে জন্য কখনো কখনো একটু বেশি অপেক্ষা করতে হলে, কিংবা শিডিউল এদিক-ওদিক হয়ে গেলেও ক্যাম্পাসের বাসেই যাতায়াত করতে চেষ্টা করি।’

ক্যাম্পাসের বাসগুলোর প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা টের পাওয়া যায় বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহন চত্বরে গেলেও। বাসের সামনে দাঁড়িয়ে দল বেঁধে ছবি তোলার চিত্র দেখা যায় নিয়মিত। বিশেষত, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য তো এটি রীতিমতো ‘অবশ্যকর্তব্য’। প্রেজেন্টেশনের দিনও ফরমাল ড্রেস আপে সবাইকে দেখা যায় বাসের সাথে ছবি তুলতে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে নিজেদের এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন শিক্ষার্থীরা।

আবাসিক শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাস জীবনের যোগসূত্র তৈরির প্রথম মাধ্যম যেমন বিশ্ববিদ্যালয়ের হল, তেমনি অনাবাসিক শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের প্রথম ভালোবাসা হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের লাল ও নীল- সাদা বাসগুলো।

বাসের নামগুলোও চমকপ্রদ। যেমন- রজনীগন্ধা, হাসনাহেনা, টিউলিপ, সূর্যমুখী, শাপলা, ডালিয়া, মালতী ইত্যাদি। যাত্রীরা প্রায় সমবয়সী হওয়ায় বাসের জন্য অপেক্ষার সময়টি যেমন আড্ডায় মুখর হয়, তেমনিভাবে কখনো কখনো চলন্ত বাসেই জমে ওঠে গানের আসর।

ক্যাম্পাসের বাসে দল বেঁধে যাতায়াত করতে করতে শিক্ষার্থীদের মধ্যে একটি আলাদা বন্ধনও তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘ক্যাম্পাসের বাসে নিয়মিত যাতায়াত করলে বাসকেন্দ্রিক একটা কমিউনিটি গড়ে ওঠে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে একটা সখ্য তৈরি হয়। আমরা যাঁরা অনাবাসিক শিক্ষার্থী, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ। দেখা যায়, দুজন দুই বিভাগের শিক্ষার্থী, অথচ বাসযাত্রার সুবাদেই তাঁরা হয়ে ওঠেন কাছের বন্ধু। এই বন্ধুত্ব ও বন্ধনই তো বিশ্ববিদ্যালয়জীবনের সবচেয়ে বড় সম্পদ।’

দিনশেষে এই নীল- সাদা বাসগুলো হয়তো বলে ওঠে, ‘আমি আড়ম্বরপূর্ণ কিছু নই, আমার এসি নেই, নেই ভালো আসনও, সবার জন্য নির্ধারিত জায়গাও নেই, অনেক সময় হয়তো দাঁড়িয়ে কিংবা ঝুলে যেতে হয়। তারপরও অনেকে স্বপ্ন বুনতে থাকে আমার কোলে বসে, আমার প্রতি তোমাদের যে দরদ তা অনুভব করি ক্যাম্পাসের বন্ধ দিনগুলোতে।’

প্রেরকঃ আব্দুল্লাহ আল মাহবুব শাফি,
শিক্ষার্থী, নোবিপ্রবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..