স্বপ্ন ফেরি করা আইআইইউসি এর সবুজ বাস।
ক্যাম্পাস জীবনে শিক্ষার্থীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে ক্যাম্পাসের বাসগুলো। তেমনি দেশের সর্ববৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও এর ব্যতিক্রম নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিংহভাগই থাকে শহরে। বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় প্রায় সবাই বাসে যাতায়াত করে।
শহরে যখন বাস জ্যামে আটকে থাকে, ঐ জ্যামে থাকা কোনো অ্যালামনাই সবুজ বাসগুলো দেখে হয়তো ভাবে, কি সুন্দর সময় আমরা কাটিয়েছিলাম ক্যাম্পাসে আসা যাওয়া করা এই বাসে। বাসে আসা যাওয়া করার সময় দলবেধে কত গান ধরতাম সবাই। দৌড়ে বাস ধরা, কত শত স্মৃতি হাতড়ে বেড়ায় হয়তো অ্যালামনাই।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী আনা নেয়া করা এই যানবাহনগুলোতে কত আবেগ রোমাঞ্চ থাকে ক্যাম্পাস জীবনের সবার। ছাত্ররা বাসে অনেক অপরিচিতদের সাথে পরিচিত হয়, জীবনের গল্প বলে একে অপরের সাথে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর বিকালে ক্লান্ত সবুজ আর ডাবল ডেকারে করে বাড়ি ফিরার দিনগুলো মিস করবে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রথম ভালোবাসা থাকে এই বাস। তারা এই বাসে করেই তাদের স্বপ্ন ফেরি করে বেড়ায়।
বাসগুলোরও থাকে আলাদা আলাদা নাম।নামগুলো হলো ফুল ও ফলের নামে। যেমনঃ রজনীগন্ধা, ডালিয়া, পদ্ম, শিমুল, জারুল ইত্যাদি বিভিন্ন নামের বাস। বাসগুলো দিয়ে দলবেধে যাতায়াত করে ক্যাম্পাসের সিনিয়র, জুনিয়ররা। তাদের সবার মধ্যে গড়ে উঠে শখ্য।
শিক্ষার্থীদের স্বপ্ন ফেরি করা এই বাসগুলো হয়তো ভাবে, আমি এতো আহামরি বাহন নই, বিভিন্ন জায়গায় হয়তো ভাঙ্গা, সবাইকে জায়গা দিতে হয়তো পারি না, তবুও চেষ্টা করি তোমাদের স্বপ্নকে সুন্দর করে ফেরি করতে।
আব্দুল্লাহ আল মাহমুদ রাফি
অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ (৩য় বর্ষ)
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
Leave a Reply