কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ৬ই মার্চ (সোমবার) দুপুর দেড়টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের দুই কন্যা তাবিয়া আক্তার ও হোসাইবা আক্তার। সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি শোক প্রকাশ করে বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে তাবিয়া আক্তার ও হোসাইবা আক্তার নামের দুই শিশু কন্যার মা দুপুরে নামাজ পড়তে গেলে তারা দুই বোন খেলতে খেলতে পানিতে পড়ে যায়। নামাজ শেষ করে তারা দুইবোনকে দেখতে না পেয়ে স্থানীয় প্রতিবেশীদের সাথে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে খোঁজাখুঁজির অন্তত ১ ঘন্টা পর বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে ২ শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী। এসময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যা তাবিয়া আক্তার ও হোসাইবা আক্তার”কে মৃত ঘোষণা করেন। এদিকে, এ মর্মান্তিক ঘটনার পর ২ কন্যা শিশুর পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply