আজ সকাল ৯ ঘটিকার সময় আল্ হেরা মডেল একাডেমির মিলনায়তনে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার
আয়োজন করা হয়। প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ছাত্র ছাত্রী অংশ গ্রহণে ২০% হার বেঁধে দেওয়ায় অত্র বিদ্যালয়ে মাত্র ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পায় এবং ৮ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে শতভাগ বৃত্তি পায়।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরন ও সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আল-হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়রও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম সানা, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আমিন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক সহ আরও অনেকে।
Leave a Reply