পাবনায় কতিপয় তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে “আমরা বহুজন স্বেচ্ছাসেবী সংগঠন”। এ সকল স্বপ্নবাজ কিছু তরুণ তরুণীদের দৃঢ় মনোবল জাগ্রত মানবতা আজ বাস্তবে রূপ পেয়েছে সংগঠনটি। উক্ত সংগঠনটির সকল সদস্যদের নিরলস প্রচেষ্টায় ৩য় পর্যায়ের নিজস্ব অর্থায়নে পাবনাতে দুস্থ মানুষ এবং পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তারা শতাধিক পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য মোঃআল-আরাফাত শান্ত আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোঃ সুজন আহমেদ,মোঃ বিদ্যুৎ ইসলাম (কোষাধ্যক্ষ),সঞ্জয় কুমার দাস , দিয়া রহমান (পপি) সহ আরো অনেকে।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: আল আরাফাত শান্ত বলেন, সবার সহযোগিতায় আমরা আরো নিঃস্বার্থ ভাবে সাহায্য করতে চাই এবং এই অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় আমরা আজ পাবনা শহর এলাকায় অসহায় পথশিশুদের মাঝে নিজস্ব অর্থায়নে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন করি যা আগামীতেও অব্যাহত থাকবে। দুস্থ মানুষ এবং পথ শিশুদের খাদ্য বস্তু বিতরণ সহ তাদের সকল মৌলিক অধিকার বাস্তবায়নে ” আমরা “বহুজন স্বেচ্ছাসেবী সংগঠন” সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
Leave a Reply