মাসব্যাপী ইফতার বিতরণ এর কার্যক্রম এর অংশ হিসেবে আজ পহেলা রমজান এ রোজাদারদের মধ্যে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা
ভেড়ামারার বাসস্ট্যান্ড, রেলওয়ে প্লাটফর্ম, থানার সামনে ইফতার বিতরণ করেন।মহিমান্বিত এ মাসে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে প্রতিদিন দরিদ্র-অসহায় ছিন্নমূল মানুষকে ইফতার বিতরণ কর্মসূচি অবশ্যই প্রসংশনীয়। দেশের সামগ্রিক পরিস্থিতি যখন বিপর্যস্ত, লাগামহীন দ্রব্যমূল্যে যখন জনগণের নাভিশ্বাস উঠছে, ক্ষুধার জ্বালায় যখন বাবা-মা ছেলে সন্তানসহ সপরিবারে আত্মহত্যা করছে বলে পত্রিকায় খবর বের হচ্ছে, সেই কাল সন্ধিক্ষণে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের এ ইফতার বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।
উল্লেখ্য মাহে রমজান উপলক্ষে ভেড়ামারার সাংবাদিকদের জন্য প্রতিবারের ন্যায় এবার ও মাসব্যাপী কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, অসহায় গরীদের মাঝে ইফতার বিতরণ, অফিসে ইফতার, দোয়া মাহফিল এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ এর সিদ্ধান্ত গ্রহণ করেছে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব। উক্ত মানবিক কাজে এবং নিয়মিত ইফতার মাহফিলে সকল সাংবাদিকদের কে আমন্ত্রণ জনিয়েছন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা।
Leave a Reply