জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী। আগামী অক্টোবর-নভেম্বর মাসে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার(২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হক।
তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের নতুন চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এখনো দায়িত্ব নেননি তবে মহামান্য রাষ্ট্রপতির সাথে এ বিষয়ে কথা বলা হয়েছে, তিনি দায়িত্ব নিলে শীতমৌসুমে অর্থাৎ অক্টোবর -নভেম্বর মাসে দ্বিতীয় সমাবর্তন করার পরিকল্পনা রয়েছে বলে জানান জবি উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছরে সমাবর্তন হয়েছে একবার। ২০২০ সালের ১১জানুয়ারি হয় প্রথম সমাবর্তন।
সমাবর্তনের তিন বছর পেরিয়ে গেলেও নতুন করে সমাবর্তন আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবছর সমাবর্তন আয়োজনের নিয়ম থাকলেও তা হচ্ছে না। ফলে সমাবর্তনের অপেক্ষায় আছেন ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী।
চলতি বছরের শুরুতে কিছুটা আশ্বাস পাওয়া গিয়েছিল যে মার্চ-এপ্রিলে সমাবর্তন হতে পারে তবে সেটা আর সম্ভব হয়ে উঠেনি। জবি উপাচার্য আরও বলেন সমাবর্তন করার জন্য বেশ কিছু প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চের ভিতর সমাবর্তন করা সম্ভব হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেটা এখন সিটি কর্পোরেশনের দখলে রয়েছে, তাই এখনি বলা যাচ্ছে না কই হবে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী পর্যন্ত প্রায় ১৯ হাজার শিক্ষার্থী প্রথম সমাবর্তনে অংশ নেন। ইতোমধ্যে দুই একটা বিভাগ ছাড়া ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের স্নাতক শেষ হয়েছে। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডিধারী প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী দ্বিতীয় সমাবর্তনে অপেক্ষায় আছে।
Leave a Reply