“দ্য ভেট সোসাইটি অব পাবনা” কর্তৃক ঈদ পূণর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২৩ এপ্রিল) পাবনার যুব প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে ( যুব ভবন) প্রায় দেড় শতাধিক তরুণ ভেটেরিনারিয়ান শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা ও সরকারি এবং বেসরকারি চাকুরীজীবীদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সকাল ৮.৩০ মিনিটে টি-শার্ট, ক্যাপ বিতরণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয় করা হয়।এরপর প্রতিটা ক্যাম্পাসের নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরবর্তীতে আলোচনার মধ্য দিয়ে তরুণ ভেটেরিনারিয়ানদের মধ্যে চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছানো,গরীব মেধাবীদের লেখাপড়াবাবদ সহযোগিতাসহ সর্বোপরি মনুষ্যত্ব নিয়ে গড়ে উঠার প্রত্যয় নিয়ে বাংলাদেশে ভেটেরিনারি সেবার দক্ষতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ গোলবার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ; প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান,চেয়্যারম্যান,এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,ডা: কাজী আশরাফুল ইসলাম বাবু, ডিডি, এআই, ঈশ্বরদী পাবনা, ডাঃ মোঃ ফজলুল হক, ডিটিও, নাটোর, ডাঃ এনামুল হক, অফিসারইনচার্জ,মিল্ক ভিটা, ডাঃ শহীদুল ইসলাম খোকন, ইউএলও, ফেনী সদরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ ভেটেরিনারিয়ান বৃন্দ।
বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মাহবুবুল ইসলাম টুকু মিঞা এবং সঞ্চালনায় ছিলেন দ্য ভেট সোসাইটি অব পাবনার সাধারণ সম্পাদক ডা. এস. এম. সাখাওয়াত হোসেন সজল।
Leave a Reply