বর্তমানে করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে গেছে সারাবিশ্ব। সেই সাথে সাকিবের পড়ালেখাও। বন্ধ হয়ে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়ে গেছে সকল একাডেমিক পরীক্ষা। সেই সাথে পিছিয়ে গেছে এইচএসসি পরীক্ষাও। কিন্তু তাই বলে পড়ালেখা তো আর ছেড়ে দেওয়া যাবে না। এইসএসসির মতো আজ সকল পরীক্ষা-শিক্ষা কার্যক্রম বন্ধ প্রায়। চলুন জেনে নেয় কিভাবে কোয়ারেন্টাইনে থেকে পরীক্ষা প্রস্তুতি ও পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া যায়ঃ
১. প্রথমে আমাদের সকলকে সুস্থ থাকতে হবে। কারণ সুস্থ না থাকলে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সকলকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
২. নিয়মিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। যাতে সবাই ভালভাবে পড়ালেখা করতে পারো।
৩. দিনে অন্তত ৩/৪ ঘন্টা পড়তে হবে। কারণ এখন যতবেশি পড়বে তত বেশি পরীক্ষার খাতায় ভাল ভাবে উত্তর দিতে পারবে।
৪. নিজের মতো করে একটা রুটিন তৈরি করে নিবে। যে যেভাবে পারো সেইভাবে করে নিবে। তবে হ্যা সবাই সেই রুটিন ফলো করার চেষ্টা করবে। কারণ নিয়ম অনুযায়ী পড়লে সবকিছু ভাল ভাবে এগিয়ে যাবে।
৫. সবাই ৩ বেলা ভাগ করে নিতে পারো। এই যেমন সকাল বেলা ২ টা বিষয়, দুপুরে ২ টা বা ৩ টা, রাতে বাকি গুলো। এভাবে পড়লে সহজেই সবকিছু আয়ত্তে চলে আসবে।
৬. প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। কারণ একদিন বাদ দিলেই পরেরদিন চাপ পড়ে যাবে। তখন কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়বে।
৭. যে টপিক একটু কঠিন মনে হবে, সেগুলো খাতায় টুকে রাখতে হবে। কারণ লিখলে পড়া বেশি মনে থাকে। আর লেখার সাথে সাথে পড়াও হয়ে যাবে। তখন আর কঠিন মনে হবে না।
৮. নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কারণ স্বাস্থ্যকর খাবার শরীরের পাশাপাশি ব্রেন ক্লিয়ার রাখতে সাহায্য করবে।
তোমরা সবাই যদি এভাবে প্রস্তুতি নিতে থাকো তাহলে সবাই ভালো ফলাফল পাবে বলে আশা করছি। তাই আর সময় না নষ্ট করে পড়ালেখায় মনোযোগী হই।আর অবশ্যই নিজের পরিবার ও প্রতিবেশীদের প্রতি যত্নবান হতে হবে এই দুঃসময়ে। পড়ালেখার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের প্রতি যত্নশীল হওয়াটাও ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য।
Leave a Reply