কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন জাসদ এর সভাপতি শফিকুল ইসলাম শফি হাজী ও সাধারণ সম্পাদক আবু হাসান সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট বালু ব্যবসায়ী নয়ন প্রমানিক কর্তৃক উভয় নেতা কে তার নিজস্ব অফিসে সম্বোধনা দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, এনামুল হক, আব্দুস সাত্তার, ইকবাল হোসেন সিহাব, টিক্কা মুন্সী, আব্দুল হান্নান মুন্সী, সুমন আহমেদ সখী, মখলেছুর রহমানসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ গত ২০ মে রোজ শনিবার ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন জাসদের ত্রিবার্ষিক সম্মেলন এ জাসদ সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হাসানুল হক ইনু এমপি’র উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক আনছার আলী সহ জাসদ নেতৃবৃন্দ।
Leave a Reply