কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া রেঞ্জের উদ্যোগে টেকসই ও বন জীবনমান উন্নয়নের লক্ষে হতদরিদ্র তিনশত ১৬ পরিবারের মাঝে পঁচিশ হাজার দুইশত টাকা করে উনসত্তর লক্ষ তেষট্টি হাজার দুইশত টাকার চেক বিতরণ করল বন বিভাগ।
১০ জুন (শনিবার) সকাল ১০ টার দিকে বারবাকিয়া রেঞ্জ অফিসার কার্যালয়ের মাঠে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারবাকিয়া রেঞ্জ অফিসার হাবিবুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়ার সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -১ চকরিয়া- পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) পূর্বিতা চাকমা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটংয়ের বিট কর্মকর্তা মো. জমির উদ্দিন, বারবাকিয়া বিট কর্মকর্তা মো. আলতাফ হোসেন,পঁহরচাঁদা বিট কর্মকর্তা মো. শাহ আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাফর আলম বলেন, শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ,এই প্রতিপাদ্যে বন সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচর্চায় জনগণকে উদ্ধুদ্ধ করতে উপকারভোগীদের মাঝে বন বিভাগের পক্ষ থেকে ঋণ বিতরণ করা হচ্ছে। দেশকে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে সরকার নিরসল ভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply