কক্সবাজার জেলার চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ৯’শ ২০ পিস ইয়াবাসহ
মোঃ সলিম উল্যাহ (৪৩) কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে উপজেলা খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সলিম উল্যাহ (৪৩) টেকনাফ উপজেলা মোচনী রেজিস্টার্ড ক্যাম্প,ডি ব্লক,৬ এর মৃত লোকমান হাকিমের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাস যোগে ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ থানার উপ-পরির্দশক (এসআই) জসিম উদ্দিনসহ মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চৌকি বসিয়ে চট্টগ্রামমুখী পূরবী ঢাকা (মেট্টো-ব-১৪-৫৫৯৩) যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এসময় বিশেষ কায়দায় লুঙ্গির ডানকোচ হতে কালো পলিথিনে মোড়ানো ৫ টি পেকেটে ৯’শ ২০ পিস ইয়াবাসহ মোঃ সলিম উল্যাহ আটক করেন। হাইওয়ে পুলিশ জানায়, মোঃ সলিম উল্যাহ দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply