চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের ইনানী স-মিল ষ্টেশন লাগোয়া এলাকায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীরা এ অজ্ঞাত লাশটি দেখতে পেলে তারা পুলিশকে খবর দেয় এবং খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তি কাকারা ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মেজবাউল হক। সে পেশায় একজন হিউম্যান হলার ম্যাজিক গাড়ি চালক বলে জানা গেছে। নিহতের স্ত্রী বিলাপ করতে করতে সাংবাদিকদের জানান, গতরাত ৮টার দিকেও তার স্বামীর সাথে মুঠোফোনে কথা বলেছেন তিনি। কিন্তু সকাল হতেই শুনতে পান স্বামীর মৃত্যুর খবর। এসময় তিনি দাবী করেন তার স্বামীকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে। এঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের ইনানী স-মিল এলাকায় একটি লাশ পাওয়া গেছে। এখন আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে। ঘটনাস্থলে সিআইডি টিম আসতেছে। সিআইডি টিম আসার পর অন্যান্য প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply