কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১০ আগষ্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানা পুলিশ।
এঘটনায় নিহতরা হলেন- বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২২)। এছাড়াও আহত ব্যক্তি নিহত ২জনের পিতা আনোয়ার হোসেন (৭০) বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকায় বুধবার (৯ আগষ্ট) রাত অনুমানিক ১০টার দিকে আনোয়ার হোসেন ও তার ২ ছেলে শাহাদাত হোসেন এবং শহিদুল ইসলাম তাদের নিজ বাড়িতে সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করতে গেলে সেখানেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন এবং শহিদুল ইসলাম নামের ২ সহোদর ভাই মৃত্যুবরণ করেন। এঘটনায় তাদের পিতা আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply