টাঙ্গাইলের ঘাটাইলে মালবাহী ট্রাকের চাপায় মনিরা (২০) নামের এক এইসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটা দশ মিনিটের দিকে উপজেলার কুশাইরা মাকড়াইর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উপজেলার কাজলা গ্রামের বাসিন্দা । তিনি এইচ এস সি পরীক্ষার্থী ছিলেন ।
মনিরার বান্ধবী জানান মনিরা সহ আমরা পাঁচজন অটো রিক্সা করে পরিক্ষা শেষে বাড়ি যাচ্ছিলাম একটু বাঁকা রাস্তায় হঠাৎ করে সামনে থেকে একটি ট্রাক চলে আসে অটো রিক্সাটি হঠাৎ করে ব্রেক করায় মনিরা অটো থেকে পড়ে যায় সাথে সাথে ট্রাকটি মনিরার উপড় দিয়ে উঠিয়ে দেয় কিন্তু ড্রাইবার চাইলে গাড়ীটি ব্রেক করতে পারতো ।
এমত স্থানীয় লোকজন জানান, কান্নাকাটির আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি একটি বড় (১৬/১৫) মালবাহী ট্রাক যার রেজিষ্টেশন নাম্বার (ঢাকা মেট্রো -ট ১৮৫২৩৭) শিক্ষার্থীর উপড় উঠিয়ে রেখে ড্রাইবার পালিয়েছে , সেময় আমরা ট্রাকটিকে ঠেলে পিছিয়ে দিয়ে চাকার নিচ থেকে মেয়েটাকে উদ্ধার করি। তার ২-৫ মিনিট পর শিক্ষার্থী নিহত হন।
মেয়েটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা কমপ্লেক্সে পাঠানো হয়।
Leave a Reply