চলছে করোনার প্রকোপ। সাথে চলছে অঘোষিত লকডাউন। করোনা চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে সারাবিশ্বেই তান্ডব চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও চলছে। দিন দিন বেড়েই চলেছে করোনার ভয়াবহতা। আর এই ভয়াবহতা কমানোর জন্যই দেশে অঘোষিত লকডাউন। সরকার এই অঘোষিত লকডাউন মেনে চলতে বলেছেন। এবং সেই সাথে সরকারের আদেশ মেনে সরকারকে সাহায্য করতে বলেছেন।এই অঘোষিত লকডাউন কবে খুলবে তা কেউ জানে না। দেশের করোনার অবস্থা খারাপের সাথে দেশের সকল অর্থনৈতিক খাত বন্ধ হয়ে গেছে। তাতে অদূর ভবিষ্যতে দেশের অবস্থা কি হবে তা নিয়ে এখন জনগণের মধ্যে রয়েছে উৎকণ্ঠা।
দেশের এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের প্রনোদনা ঘোষণা করেছে।
এই অবস্থায় দিনমজুরদের খাদ্য ঘাটতি মিটানোর জন্য সরকারি, বেসরকারি অনেক ধরনের সহয়তা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। সুতরাং জনগণকে খাদ্য নিয়ে চিন্তিত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে যেতে বলেছেন। এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন।
এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব আনসার আরো অনেক বাহিনী। আরো রয়েছে ভ্রাম্যমাণ আদালত। যারা সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচল করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাজাও দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখতে বলেছেন সরকার প্রধান।
আমাদের সকলেরই উচিৎ সরকারকে সাহায্য করা।কেননা এটি পরোক্ষভাবে নিজেই নিজেকে -নিজের পরিবারকে সাহায্য করা।
লেখকঃ সজল আহমেদ, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সারাবেলা।
Leave a Reply