পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতি’ এর চতুর্থ কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রসায়ন সমিতি নির্বাচন-২০২৩ উপলক্ষে দুপুর তিনটায় ক্যাফেটেরিয়ার ৪র্থ তলায় রসায়ন বিভাগের ক্লাসরুমে চতুর্থ কার্যনির্বাহী পরিষদের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রসায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদকে সভাপতি , বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেনকে কোষাধ্যক্ষ এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইশারাত হোসেনকে সহ-সভাপতি ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ শরীয়তউল্লাহকে সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সেশনের আরো ২১ জন শিক্ষার্থীদের মনোনীত করে রসায়ন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদের জন্য রসায়ন বিভাগের শিক্ষার্থীরা মনোনয়ন পত্র দাখিল করে। সুষ্ঠুভাবে নির্বাচন শেষে রসায়ন সমিতির সভাপতি ফারুক আহমেদ ফলাফল ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল এবং রসায়ন সমিতির কোষাধ্যক্ষ রসায়ন বিভাগের প্রভাষক মো. কাওসার হোসেন।
সমিতির সহসভাপতি ইশারত বলেন – আমাকে রসায়ন সমিতির ভিপি নির্বাচিত করায় আমি রসায়ন পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রসায়ন পরিবার সবসময় নতুন কিছু উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়কে। সেই ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় শিক্ষকবৃন্দ শিক্ষার্থী কর্মকর্তাগণ সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগঠন পরিচালনায় আমার দর্শন হচ্ছে ভ্রাতৃত্ব, ভালবাসা ও দায়িত্বশীলতার মাধ্যমে যেকোন কাজকে সহজ করে তোলা।
রসায়ন সমিতির সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ জানান – সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। কৃতজ্ঞতা জানাই আমার সকল শিক্ষকদের প্রতি।
বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের রসায়ন সমিতির সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় ফারুক আহমেদ স্যারকে। যিনি সুকৌশলে সকল বাধা বিপত্তির মধ্যেও বিভাগকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই নব নির্বাচিত কমিটি নিয়ে সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করে আমাদের রসায়ন বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইং-শা-আল্লাহ।
ফলাফল ঘোষণা শেষে রসায়ন সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান মো.ফারুক আহমেদ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পালের সভাপতিত্বে রসায়ন সমিতি নির্বাচন-২০১৮ এর মাধ্যমে থেকে শুরু হয়েছে রসায়ন সমিতির পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির কার্যক্রম।
Leave a Reply