পটুয়াখালীর দুমকীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর শ্রীরাপুর মাধ্যমিক বিদ্যালয়, সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন কলেজ, মাদ্রাসা আলাদা আলাদা ভাবে আলোচনা সভা ও রেলির আয়োজন করে।
উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম খান বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে বলেন, আমরা মানুষ গড়ার কারিগর, আমাদের হাত ধরেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। অথচ বেতনের দিক দিয়ে আমরা সকলের পিছনে। দক্ষিন মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী শাহ জালাল জানান, শিক্ষকগণ জাতির চালিকা শক্তি, তাদের প্রতি সরকারের সদয় হওয়া উচিত। মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আজকের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকরা ভালো নেই, হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আশাকরি শিক্ষাবান্ধব সরকার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে এনে কার্যকরি ব্যবস্হা নিবেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ কর্তৃপক্ষ স্ব স্ব ব্যবস্হাপনায় শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে ” বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে আলোচনা সভা ও রেলির আয়োজন করেন।
Leave a Reply