আজ বিকাল ৪টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন এমএবি এন্টারপ্রাইজ ও বিলসুকা উত্তর পাড়া স্পোর্টিং ক্লাব। এমএবি এন্টারপ্রাইজ ৭ গোল ও বিলশুকা উত্তর পাড়া স্পোর্টিং ক্লাব ০ গোল । উক্ত ম্যাচে এমএবি এন্টারপ্রাইজ ৭ গোলে জয়লাভ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ক্রিয়া সংস্থা ভেড়ামারা উপজেলা আকাশ কুমার কুন্ডু।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও ক্রিয়া সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো: নাইমুল হকসহ অনেকে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, “নৈতিকতা, ক্রীড়া, মানসম্মত শিক্ষা আদর্শ ভেড়ামারা গড়ার দীক্ষা”। তিনি আরো বলেন, ভেড়ামারা উপজেলা কে মাদকমুক্ত করতে এবং কিশোরদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে এমন ধরনের খেলার আয়োজন আরো বেশি করা হোক। তিনি আরো বলেন মাদককে না বলি খেলাধুলাকে হ্যাঁ বলি।উক্ত টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
Leave a Reply