বশেমুরবিপ্রবি সিআরসি শাখার উদ্যোগে আজ (১৩ অক্টোবর) বৃদ্ধাশ্রমে প্রবীণ দিবস উপলক্ষে তাদের সাথে আনন্দঘন দিন কাটানো হয়। সকাল ৮টায় ৫৩ জন সদস্য নিয়ে কাশিয়ানী হাইশুর বৃদ্ধাশ্রমে যাওয়া হয়।
বৃদ্ধাশ্রমে পৌঁছে বৃদ্ধদের সাথে সাক্ষাৎ করেন সিআরসি সদস্যরা, এসময় তাদের সুখ-দুঃখের কথা শোনা হয় এবং তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও তাদের সাথে নানা আয়োজনের মাধ্যমে দিনটি কাটানো হয়।
সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “প্রবীণরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাদের সাথে সময় কাটানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দিনটিতে আমরা বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের সাথে আনন্দঘন সময় কাটাতে পেরে খুবই খুশি।”
বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোষ বলেন, “সিআরসি সদস্যদের এই উদ্যোগটি আমাদের জন্য খুবই প্রশংসনীয়। তারা বৃদ্ধদের সাথে সময় কাটিয়ে তাদের আনন্দ দিয়েছেন। আমরা তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”
Leave a Reply