২০ ডিসেম্বর বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটসের যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠের মাধ্যমে যবিপ্রবিতে সংগঠনটির যাত্রা শুরু হলো।
কেন্দ্রীয় খেলার মাঠের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে যবিপ্রবির রোভার স্কাউটসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। যখন তুমি কোনো সংগঠনের অধীনে শপথবদ্ধ হবে, তখন তোমাকে অবশ্যই সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার ও গবেষণার জায়গা নয় বরং একজন আলোকিত মানুষ হওয়ার জায়গা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. আনিসুর রহমান, যবিপ্রবি রোভার স্কাউটের সহ সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা দপ্তরের উপপরিচালক আবু হানিফ, খুলনা বিভাগীয় রোভার স্কাউট প্রতিনিধি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবির শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ।
সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ শেষে আলোচনা সভার মাধ্যমে সমাপনী হয়।
Leave a Reply