যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ পিছিয়ে আগামী ১ জানুয়ারী হতে ১২ জানুয়ারী পর্যন্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে অনুমোদন এর পর রেজিস্ট্রার দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় যবিপ্রবির শীতকালীন অবকাশের ছুটি ২৩ ডিসেম্বর হতে পিছিয়ে আগামী ১ জানুয়ারী করা হয়েছে এবং ১২ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হল গুলো খোলা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা। শহীদ মসিয়ূর রহমান হল প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে তিনি ও তার প্রভোস্ট বডি হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া বিদেশি শিক্ষার্থীদের কথা বিবেচনা করেও এই সিদ্ধান্তঃ নেয়া হয়েছে। হল খোলা থাকলেও ছুটিকালীন সময়ে কিছু নির্দেশনা দেয়া হবে এবং শিক্ষার্থীদের সেই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে হল প্রশাসন।
আগামী ১৩ জানুয়ারী হতে যথারীতি যবিপ্রবির সকল ক্লাস পরীক্ষা শুরু হবে।
Leave a Reply