পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ শে ফেব্রুয়ারি-২০২৪ (সোমবার)।
প্রতিযোগিতায় ৪৬ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন।
উক্ত আয়োজনের অনুষ্ঠান সূচীতে রয়েছে ক্রীড়াবিদদের মাঠে সমাবেশ সকাল ৮:০০ মিনিট, অতিথিবৃন্দের আসন গ্রহণ ও ব্যাচ প্রদান ৮:১৫ মিনিট, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শপথ গ্রহণ ৮.৩০ মিনিট,জাতীয় পতাকা উত্তোলন ৮:৪৫ মিনিট,ডিসপ্লে প্রদর্শণ (গার্লস ইন গাইড দল) ৮:৫০ মিনিট,প্রধান অতিথির সালাম গ্রহণ ৯:০০ মিনিট,উদ্বোধনী ঘোষনা ৯:১৫ মিনিট, মশালসহ মাঠ প্রদক্ষিণ ৯:৩০ মিনিট,ক্রীড়া প্রতিযোগিতা শুরু সকাল হবে ১০ টায়, দুপুরের বিরতি ১.০০ মিনিট এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বিকেল ৫ টায়।
৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর আয়োজন হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের আমেজ বিরাজ করে। তাই এই আয়োজন জমকাল করতে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ, আটঘরিয়া, পাবনা জনাব মোঃ শহিদুল ইসলাম রতন।
উদ্বোধন করবেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত থাকবেন দেবোত্তর ইউপি সদস্য মোঃ আকরাম আলী, মোঃ মুক্তার হোসেন, মোছাঃ মর্জিনা খাতুন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া পরিচালনা করবেন শরীরচর্চা শিক্ষক মোঃ মানিক উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, কেএম মহব্বত হোসেন, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মোঃ আবদুল মালেক, আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply