ভাষার মাস ফেব্রুয়ারীতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ অস্বচ্ছল ও ছিন্নমূল মানুষদের মাঝে উষ্ণতা সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করেছে।
রোববার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার আশেপাশের অস্বচ্ছল ও ছিন্নমূল মানুষদের মাঝে এ উষ্ণতা সামগ্রী বিতরণ করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের এ কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেনসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply