পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সহায়তা তহবিল গঠন করে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিসে ২৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলালুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, কে এম মহব্বত এবং মোঃ আব্দুল মমিন।
এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন, শিলা খাতুন, নাসির উদ্দিন , কনি রাণী সেন, ইসরাত জাহান, আব্দুল্লাহ আল মামুন, ক্রিড়া শিক্ষক মোঃ মানিক উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, এটা আমাদের জন্য বড় একটা উপহার। আমরা এখন মনোযোগ দিয়ে পাঠদান গ্রহণ করতে পারব।স্কুল ড্রেস কেনার চিন্তা করতে হবে না।
সিনিয়র শিক্ষক আব্দুল মমিন বলেন স্কুল ড্রেসের জন্য যেন কোন শিক্ষার্থী ঝরে না পারে এজন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে আমরা আরো বেশি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের হাতে নতুন ড্রেস তুলে দিতে পেরে আমরা সকল শিক্ষক আনন্দিত।
এ সম্পর্কে কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন,দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং শতভাগ ইউনিফর্ম নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে সবাইকে সাথে নিয়ে আমরা আরো এগিয়ে যাব।
Leave a Reply