আজ ২২শে এপ্রিল, বুধবার প্রথমবারের মত কুষ্টিয়াতে ২জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রথম জনের আবাস স্থান কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়া ও দ্বিতীয় জনের ঠিকানা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গোট্রিয়া গ্রামে।
তাদেরকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়।
আজ সকাল ৯ টা কুষ্টিয়া সিভিল সার্জন জনাব ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টা নিশ্চত করেন।
তিনি জানান আক্রান্ত ব্যাক্তির ব্যাপারে সমগ্র তথ্য সংগ্রহ চলমান৷ পরবর্তীতে এ বিষয়ে সকল তথ্য জানানো হবে।
এদিকে প্রথমবারের মত জেলায় করোনায় আক্রান্ত হলে জেলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে এই বিষয় নিয়ে আতঙ্কিত না হয়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন।
Leave a Reply