রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোয়েব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম.মাহফুজ আলম সমুদ্র। সোমবার (২৫ মার্চ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ আয়োজিত মিলন মেলা ও নবীন বরণ অনুষ্ঠানে এ কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়াও কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি কবির আহমেদ,
যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী,
কোষাধ্যক্ষ মোছাঃ ফারজানা আকতার,
সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী,
দপ্তর সম্পাদক তানজিলা আক্তার রিপা,
প্রচার সম্পাদক শুভ চন্দ্র দাস, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, কার্যকারী সদস্য মোনায়েম হোসেন, আবদুল্লাহ তাহফিমূল ইসলাম, মোঃ সিজানুর রহমান,
সাবরিয়া তালাত, সুমাইয়া আফরীন ইথেন, গনেশ চন্দ্র রায়,
সভাপতি মোঃ সোয়েব হাসান বলেন,
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে, সেই প্রতিভাকে কাজে লাগাতে আমরা সবাই একত্রিতভাবে কাজ করে যাব। প্রতিভা অন্বেষণে আমরা শুধু সংগঠনের সদস্যদের নয়, বরং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করব।
এসোসিয়েশনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম.মাহফুজ আলম সমুদ্র বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার জন্য যেমন গৌরবের বিষয় একইসাথে চ্যালেঞ্জেরও বিষয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন বগুড়া জেলার শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে।
Leave a Reply