যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে পিএইচডি ফেলোতে অধ্যয়নরত রয়েছেন ডা. আলতাফ হোসেন সরকার এর পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
ডা. আলতাফ হোসেন সরকার, চীফ কনসালটেন্ট অফ ফিজিওথেরাপি বিভাগ, বিআরবি হসপিটাল লিমিটেড। তিনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের একজন পি এইচ ডি ফেলো। অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল কবির জাহিদ, চেয়ারম্যান-অনুজীব বিজ্ঞান বিভাগ, ডীন-ভেটেরিনারি মেডিসিন অনুষদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর অধীনে গবেষণাটি পরিচালনা করেন।
ডা. আলতাফ হোসেন সরকার তাঁর পিএইচডির গবেষণার অংশ হিসাবে প্রথম ধাপের সেমিনার উপস্থাপন করেন। গবেষণার বিষয়বস্তু ছিল: : “Neurophysiologic Changes of Myoneural and Neuropsychiatric Sequelae of COVID-19: A Mixed Cohort Study ”
পিএইচডি সেমিনারে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ফিরোজ কবির, সহকারী অধ্যাপক, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। ডঃ তানভীর ইসলাম, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ। ডাঃ জাহিদ হোসেন, চেয়ারম্যান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। ডাঃ কাজী মোঃ এমরান হোসেন, প্রভাষক, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক ও অসংখ্য শিক্ষার্থীরা।
সেমিনার শেষে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ও অনুজীব বিজ্ঞান বিভাগের সমন্বয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়।
Leave a Reply