বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী,পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে সোমবার দিবাগত রাত ১২ টায় আটক করেছে পাবনা র্যাব-১২।
এসময় তার ১১ জন সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান।তিনি আরো বলেন, বিষয়টি আমরা রিটার্নিং অফিসারকে অবগত করেছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, আগামী ৮ই মে সুজানগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply