১৫ মে (বুধবার) কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান। কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সাড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়,দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী প্রতিষ্ঠানকে আজ ১৬ মে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহারুল ইসলাম পুরস্কার প্রদান করেন।
বিজয়ী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে. এম. মহব্বত হোসেন বলেন,আমাদের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। আমরা শিক্ষার্থীদের কে এভাবে গড়ে তুলেছি যেন যেকোনো প্রতিযোগিতায় তারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে। আশা করি তারা ভবিষ্যৎ এ সফলতা অর্জন করবে এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আখি খাতুন বলেন, আমরা অনেক খুশি হয়েছি চ্যাম্পিয়ন হতে পেরে । কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজন করার জন্য।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply