পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ মে (শনিবার) মাদ্রাসার আছির উদ্দিন সরদার মিলনায়তনে কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ফয়সাল হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা টিচার্স ট্রেনিং কর্ডিনেটর সাইফুজ্জামান,ইসলামী ব্যাংক পাবনা শাখার ম্যানেজার ( অপারেশন) আব্দুল আউয়াল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ আরবি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আরিফ । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আবুল কাশেম।
প্রধান অতিথি এবিএম ফজলুর রহমান বলেন, দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া একটি বুদ্ধিদীপ্ত কাজ,এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে আগামীতে পরীক্ষায় আরো ভালো ফলাফল নিশ্চিত করবে। তিনি আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের চরিত্র আমল আখলাক,নীতি-নৈতিকতা, ন্যায়পরায়ণ হয়ে গড়ে উঠতে হবে। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্যিকারের দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে
সবশেষে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতি ছাত্রদের মাঝে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন।
উল্লেখ্য যে,দাখিল পরীক্ষা-২০২৪ এ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মোট ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে A+ ৬৯ জন, A ৫৯ জন, A- ০৭ জন এবং B ০২ জন সহ মোট ১৩৭ জন পাশ করেছ।
Leave a Reply