উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পারিষদ চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ আসলাম হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মাহবুবা খাতুন মায়া, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন, মোঃ গোলজার হোসেন, ধলেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ, রোকনপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ জামাল উদ্দিন, মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা, আব্দুল বারী, মোঃ জীবন হোসেন প্রমুখ।
এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন এবং বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং শিক্ষার মান উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply