“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: (রেজিঃ নং- ২২৬১) এর উদ্যোগে ৩৫০ একর খাস খতিয়ানভুক্ত পাহাড়ি জমিতে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গত ১২ জুলাই (শুক্রবার) জুমার নামাজের পর এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মনজুর আলম, সহসভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ রিদুয়ানুল ইসলাম, মেম্বার নুরুল আবসার বাচ্চু সহ সমিতির অন্তত ২শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বৃক্ষরোপনের পূর্ব মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সংগঠনটির সভাপতি মোঃ মনজুর আলম বলেন, খাস খতিয়ানভূক্ত ৪৫৬ দাগের ৬৯৬ একর নাল ও পাহাড়ি জমির মধ্যে ৩৫০ একর পাহাড়ি জমিতে ৭ লক্ষ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এর আগে ২০১৭ সালেও একইভাবে ৬লক্ষ ৩২ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা রোপন করা হয়েছিলো। কিন্তু, কিছু স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু চক্র খাস খতিয়ানভুক্ত এসব পাহাড় ও নাল জমি অবৈধভাবে দখলের কুমানসে রোপনকৃত ওইসব গাছের চারা উপড়ে দেয় এবং বড় বড় গাছগুলো কেটে নিয়ে যায়। এমতাবস্থায় দ্বিতীয়বারের মতো আমরা উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-২২৬১) এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন করেছি। দ্বিতীয়বার রোপনকৃত গাছগুলো রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যদিকে, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রশিদ জানান, “গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে” আর গাছ না থাকলে জীব বৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসের মুখে চলে যাবে। সে কথাটি চিন্তা করে আমরা উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে বিগত ২০১৭ সালে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ৬লক্ষ ৩২ হাজারটি গাছের চারা রোপন করেছিলাম। কিন্তু, রোপনকৃত ওইসব গাছের চারার উপর স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুদের কালো থাবা পড়ায় বর্তমানে পাহাড়গুলো ন্যাড়া পাহাড়ে পরিণত হয়েছে। আমরা সেই ২০১৭ সালের মতো এবারও ওইসব খাস খতিয়ানভুক্ত পাহাড়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন করেছি। এবার আমরা মোট ৭ লক্ষ চারা রোপন করবো। কিন্তু, বৃক্ষরোপন কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন পরবর্তী বিভিন্ন ভূমিদস্যুরা আমাদের রোপনকৃত গাছের চারা উপড়ে দিবে মর্মে হুমকিধামকি দিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে গতরাতে বেশকিছু গাছের চারা তারা উপড়েও দিয়েছে। এমতাবস্থায় আমরা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply