সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের সকল আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ (পিটিআর)।
বিনামূল্যে এই সেবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. জাহিদ হোসেন,পিটি কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে।
ডা.জাহিদ হোসেন বলেন, বিনম্র শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল বীরদের প্রতি। তাদের এই দেশের জন্য আত্মত্যাগের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।বাংলাদেশ প্রথম বারের মতো স্বাধীন হয় ১৯৭১ সালে। তখন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের প্রায় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়। গুলিবিদ্ধ, আঘাতপ্রাপ্ত ও আহত হয় লক্ষ কোটি ছাত্রজনতাসহ নানা পেশাজীবী মানুষ।
তিনি আরও বলেন, যুদ্ধপরবর্তী সময়ে এসকল মানুষকে পুনর্বাসন অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিদেশ থেকে ফিজিওথেরাপি চিকিৎসক এনে তাদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদানে নিয়োগ দেয়। সেখানে ফিজিওথেরাপিস্টরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়,সাম্প্রতিক সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশব্যাপী ব্যাপক সহিংসতা হয়েছে। এই আন্দোলনে বহু শিক্ষার্থী শহীদ এবং আহত হন। অনেকে বিকলাঙ্গ হয়ে পড়েন। গুলিবিদ্ধ হয়েছেন হাজারো শিক্ষার্থী। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে” সকল আন্দোলনকারী শিক্ষার্থীর উপর শ্রদ্ধা রেখে আঘাতপ্রাপ্ত ও আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি যে সকল শিক্ষার্থীদের অঙ্গহানি হয়েছে তাদের পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসার দায়িত্ব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নিবে।
যোগাযোগের জন্য ওই বিবৃতিতে আরও বলা হয়,বাংলাদেশ এর যে কোন জায়গা থেকে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করতে।মো: জাহিদ হাসান নাইম (মোবা: ০১৭৯৯৭৪২৯২৭); কে. এম. আজমান হোসেন (মোবা: ০১৬৬০১৪০৮৩৩); আল আমিন (মোবা: ০১৭৪০-৬৯৪৯৯৫); মেহেদী হাসান বাদশা (মোবা: ০১৩২৩-১৪৯৬৮১)
Leave a Reply