রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের উদ্দ্যোগে শিক্ষার্থীদের প্রফেশনাল কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স হলে কর্মশালাটি শুরু হয়ে আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকালে সমাপনী ঘটে।
প্রথমদিনে রিসোর্স পারসন হিসেবে ওরাল প্রেজেন্টেশন এন্ড পাবলিক স্পিকিং শীর্ষক
কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
কর্মশালার দ্বিতীয় দিনে পাবলিক স্পিকিং: ওন দ্য স্টেজ এন্ড ওয়াও ইয়োর অডিয়েন্স এবং দ্যা আর্ট অব কানেকশন: ম্যাসটারিং কমিউনিকেশন স্কিল শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. মো: মাহাদি হাসান।
এসময় তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যেভাবে বাস্তবধর্মী কাজ করে যাচ্ছে তাতে এ বিভাগের শিক্ষার্থীদের আগামী বিশ্বের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা বিশ্বকবির নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সুনাম বয়ে আনবে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফল ও সার্থক মানুষ হতে গেলে তিনটি বিষয় তোমাদের মনে রাখতে হবে- স্বপ্ন, আত্মবিশ্বাস এবং ব্রান্ডিং। বড় স্বপ্ন দেখ, আত্মবিশ্বাস রেখে চলো, নিজের দক্ষতা বাড়াও তবেই তুমি দক্ষ মানবসম্পদে পরিণত হবে। আর সেটিকে ব্রান্ডিং করার ক্ষেত্রে এ ধরণের কর্মশালা অনেক সহায়ক হবে।
পরে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে ব্যবহারিক ও মূল্যায়ন অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের সনদ প্রদানের মাধ্যমে দুদিন ব্যাপী এ কর্মশালার সমাপনী ঘটে।
Leave a Reply