উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স হলে ২০২৩-২৪ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করতে বিভাগটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে ফ্রেশার্স ওরিয়েন্টেশন।
বিভাগের প্রভাষক ইসরাত জাহানের সঞ্চালনায় ও বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও প্রত্যেক বর্ষের একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন।
এসময় শিক্ষকগণ নবাগত শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ, মেধার চর্চা এবং নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে নানা পরামর্শ দেন। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের বিভাগে পঠিত পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গ্রেডিং সিস্টেম, রেজাল্ট, কারিকুলার, কো-কারিকুলার, একস্ট্রা কারিকুলার একটিভিটিজ, নিজেকে নতুন জায়গার সাথে মানিয়ে নেওয়াসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিশদ ধারনা প্রদান করেন।
বিভাগের চেয়ারম্যান বিজন কুমার নবাগতদের হেমন্তের শুভেচ্ছা জানিয়ে একটি স্লোক বলেন, যে শ্রদ্ধাবান ব্যক্তি কেবল জ্ঞান লাভ করে। তিনি জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়ে মহানবী (সঃ)এর একটি উক্তি বলেন, যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদুর চীন পর্যন্ত যেতে হবে। বিভাগের আদর্শ হিসেবে তিনি বলেন, দেশপ্রেম, মানবিকতার চেতনাকে ধারণ করে রবীন্দ্রনাথের আদর্শকে পাঠনের মাধ্যমে গবেষণা করা ও শিক্ষার্থীদের সেই আদর্শে তৈরী করা। তিনি আরো বলেন, কারিকুলাম এমন ভাবে সাজানো হয়েছে যেন শিক্ষার্থীরা গ্রাজুয়েট হয়ে বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বতে টিকতে পারে ও দক্ষ মানুষ হিসেবে বাংলাদেশকে সেবা করতে পারে। ‘অর্থনীতি বিভাগকে যদি একটি ফুলের সাথে তুলনা করা হয় তবে প্রতিটি শিক্ষার্থী সেই ফুলের একেকটি পাপড়ি আর প্রতিটি শিক্ষক একটি বৃন্ত’।
এর আগে শুরুতে জাতীয় সংগীত, বিভাগটির বিগত দিনের কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভাগটির সকল শিক্ষক, বিভিন্ন বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ উপস্থিতিত ছিলেন।
Leave a Reply