রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ৩ এর প্রধান ফটকে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান আমাদের ৫ টি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা অন্যতম। আর শিক্ষার জন্য চাই সুন্দর একটা পরিবেশ এবং অবকাঠামো। এছাড়া শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের অভাবে নিরাপত্তাহীনতা ও চিকিৎসা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।
মানববন্ধনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা আর কোনো আশ্বাস শুনতে রাজি নই। এই মানববন্ধনের মাধ্যমেই আমাদের আন্দোলনের সূচনা। স্থায়ী ক্যাম্পাসের দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচিতে নামার হুশিয়ারি দেন।
এ বিষয়ে রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিটি শিক্ষার্থীদের যৌক্তিক এবং সময় উপযোগী দাবি। এজন্য আমি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ এবং সেলুট জানাচ্ছি। তিনি আরো বলেন, এই দাবিটি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত দাবি। স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য সকল শিক্ষার্থীদের একতাবদ্ধ থাকার পরামর্শ দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দাবি বাস্তবায়ন সম্ভব এবং এই দাবির জন্য প্রয়োজনে তিনি শিক্ষার্থীদের কাতারে এসে দাড়াবেন বলে জানান।
প্রসঙ্গত, ২০১৫ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন হয় এবং ২০১৭ সালে ১৭-১৮ সেশনে ৩টি অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করে। কিন্তু ৯ বছরের অধিক সময় পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসের দৃশ্যমান কোনো প্রকল্প বাস্তবায়ণ হয়নি।
Leave a Reply