বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
ফিল্ড ট্যুর নিয়ে নোবিপ্রবির ফিমস বিভাগের শিক্ষকদের অন্তর কোন্দল চকরিয়ায় আগুনে ভস্মীভূত হার্ডওয়্যারের দোকান; ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক টাকা চকরিয়ায় জমি জবরদখলে বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানের উপর হামলা, আহত ২ খুলনায় সাবেক এমপির বাড়ি দখল করে মাদ্রাসা চালু দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী দুমকি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বশেমুরবিপ্রবি’তে তিন দিনব্যাপী সাইকোমেট্রিক টুলস ও সাইকোলজিক্যাল এসেসমেন্ট ট্রেনিং সম্পন্ন চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নোবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ কেআইবি’তে এলডিডিপির মিডটার্ম রিভিউ কর্মশালা বশেমুরবিপ্রবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক ফারিহা চকরিয়া পৌর বাস টার্মিনালে ব্যাপক পরিবহন চাঁদাবাজি, অতিষ্ঠ চালক-মালিকসহ সাধারণ যাত্রীরা রবিতে ইকোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত  ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত গণতান্ত্রিক উপায়ে শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবির নয়া নেতৃত্ব নির্বাচিত রবির অর্থনীতি বিভাগে সেমিনার অনুষ্ঠিত  চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও চকরিয়ায় বিএনপি নেতার উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা; চমেকে প্রেরণ লামায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবি শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

ফিল্ড ট্যুর নিয়ে নোবিপ্রবির ফিমস বিভাগের শিক্ষকদের অন্তর কোন্দল

মেহরাজ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১ ০০০ বার

বিভাগীয় ফিল্ড ট্যুর নিয়ে অন্তর কোন্দল  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ে (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান (ফিমস) বিভাগের শিক্ষক ড. নাহিদ সুলতানা এবং ড. মো. মফিজুর রহমান এর মাঝে। শিক্ষার্থীদের জোর করে ট্যুরে যাওয়া এবং না যাওয়ার বিষয়ে পৃথকভাবে আবেদন লিখতে বাধ্য করেন বলে জানা যায়। এ ছাড়াও বিভাগের ফিল্ড ট্যুরে না গেলে ঐ কোর্সে শূন্য দেওয়া এবং শিক্ষার্থীদের অনেকের আর্থিক সমস্যা থাকার পরও শিক্ষার্থীদের ট্যুরে যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে সহকারী অধ্যাপক ড. নাহিদ সুলতানার বিরুদ্ধে।

৮ জানুয়ারি বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান বরাবর ফিমস বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এমন অভিযোগপত্র জমা দেয়।

অভিযোগপত্রে বলা হয়, ফিশারিজ জুওলজি সেশনাল কোর্সের ফিল্ডট্যুর সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১-০১-২০২৫ তারিখে হতে ১৭-০১-২০২৫ তারিখ পর্যন্ত কক্সবাজার, খাগড়াছড়ি ও সাজেকসহ এর বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের জন্য ড. নাহিদ সুলতানা ম্যাম একটি প্রস্তাব করেন এবং এবং শর্ত দেন, যদি আমরা স্থান সমূহে না যাই তাহলে আমাদের কোর্সকোড ফিসম-১১০৪ এ শূন্য নাম্বার দেওয়া হবে। আমাদের আর্থিক সমস্যা থাকার পরও শুধুমাত্র শূন্য পাওয়ার ভীতি থেকে আমরা ট্যুরে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করি। উল্লেখ্য, ট্যুরের ব্যাপারে কোর্সের আরেকজন শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুর রহমান স্যারের সাথে যোগাযোগ করার পর স্যার আমাদের সকলের অর্থনৈতিক দিক বিবেচনা করে একদিনের একটি ট্যুর প্রস্তাব করেন এবং যেতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ম্যাম ওনার সিদ্ধান্তে অটল থাকেন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সম্মতি সূচক একটি এপ্লিকেশন লিখে পাঠান এবং আমাদের উক্ত অ্যাপ্লিকেশনে স্বাক্ষর করতে বাধ্য করেন। মূলত ফিমস-১১০৪ এর প্রাকটিকালে শূন্য পাওয়ার ভীতি থেকেই আমরা ম্যামের সাথে ফিল্ডট্যুরে যেতে সম্মতি প্রকাশ করি এবং উক্ত এপ্লিকেশনে স্বাক্ষর করে তা বিভাগের অফিসরুমে তা জমা দেই।

সম্মতি সূচক অন্য আরেকটি অ্যাপ্লিকেশনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ফিশারিজ জুওলজি সেশনাল কোর্সের ফিল্ড ট্যুর সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি প্রস্তাবিত তারিখ পর্যন্ত কক্সবাজার, খাগড়াছড়ি এবং সাজেকসহ এর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে সর্বসম্মত হই। আমাদের সাথে আমাদের ফিল্ড ট্যুরে যাওয়ার জন্য আমরা আমাদের কোর্সের শিক্ষক ড. মো. মফিজুর রহমান স্যারকে ডিপার্টমেন্টে স্বশরীরে উপস্থিত না পাওয়ায় ফোন মারফত অবগত করি। চার দিনের স্ট্যাডি ট্যুর সম্পন্ন হতে পারে বলে স্যার আমাদের সাথে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। এরপর আমরা আমাদের কোর্স টিচার ড. নাহিদ সুলতানা ম্যামকে অনুরোধ করলে উনি আমাদের সাথে স্ট্যাডি ট্যুরে যেতে সম্মত হন। আমাদের অনুরোধে বিভাগের আরেকজন শিক্ষক ড. মো. আনিসুজ্জামান স্যার ও আমাদের সাথে স্ট্যাডি ট্যুরে যেতে সম্মত হয়েছেন। প্রাকটিক্যাল পরীক্ষার পার্ট হিসেবে এই ট্যুরটি আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সুসম্পন্ন হতে যাচ্ছে। এই ট্যুরের জন্য আমাদের বিভাগীয় শিক্ষক অথবা কোর্সের সাথে সম্পৃক্ত কোন শিক্ষক আমাদের জোর জবরদন্তিপূর্বক অংশগ্রহণের জন্য বাধ্য করেননি।

তবে সূত্র জানায়, উক্ত আবেদন পত্রটি ড. নাহিদ সুলতানা নিজে লিখে শিক্ষার্থীদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান এবং শিক্ষার্থীদেরকে বিভাগীয় প্রধান বরাবর জমা দিতে বলেন। এ ছাড়াও অন্য আরেকটি সূত্র হতে জানা যায়, ড. মফিজুর রহমানও শিক্ষার্থীদের চারদিনের ট্যুরের পরিবর্তে একদিনের ট্যুরে যেতে চায় মর্মে জোর করে শিক্ষার্থীদের জোর পূর্বক আরেকটি আবেদনপত্র লিখিয়ে জমা দিতে বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমার কিছু পারিবারিক সমস্যা থাকায় আমি ট্যুরে যেতে অসম্মতি জানালে আমি অর্গানাইজিং টিমের মাধ্যমে জানতে পারি আমি যদি ট্যুরে অংশগ্রহণ না করি সেক্ষেত্রে ফিমস-১১০৪ কোর্সে ফেল করানো হবে। পরবর্তীতে অর্গানাইজিং টিম আমাকে জানায় যদি আমি ট্যুরের জন্য তিন হাজার টাকা প্রদান করি সেক্ষেত্রে তারা ম্যাডামকে ম্যানেজ করে নিবে এবং তাই বাধ্য হয়ে তিন হাজার টাকা প্রদান করি।

অন্য আরেক শিক্ষার্থী বলেন, আমাকে এবং মেয়ে সি আর নিহাকে মফিজুর রহমান স্যার রুমে আটকে রাখে। এ ব্যাপারে দুইজন সিনিয়র ভাই স্যারের সাথে ছিলো। স্যার আমাদেরকে ধমকও দেন এবং জোরপূর্বক ট্যুরে ম্যামের বিরুদ্ধে অভিযোগপত্র লেখান। ট্যুরের বিষয়ে ম্যাম জোরপূর্বক ট্যুরে নিয়ে যাচ্ছেন এটি মিথ্যা কথা এবং ট্যুরে তিন হাজার টাকা দিলে ম্যাম ফেল করাবেন না এটাও মিথ্যা কথা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..