পাবনার আটঘরিয়ায় কোর্টের রায় অমান্য করে জোরপূর্বক দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টার সময় এই ঘটনা ঘটে। জানা যায়, জমির দলিল খুঁজে না পাওয়ায় আদালত মামলা খারিজ করে দেয়। এরপরও কিছু ব্যক্তি আদালতের রায় উপেক্ষা করে দেশীয় অস্ত্র রামদা, দা, বাশের লাঠি নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।
পরবর্তীতে জমির মালিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে দখলদারেরা অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এ সময় ইসমাইল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি ভুয়া মুহুরি সেজে জমি দখলে সহায়তা করছিলেন।
আটককৃত ইসমাইল জানায়, এক হাজার টাকার বিনিময়ে সেখানে এসেছিলেন এবং তিনি টাকার বিনিময়ে এ ধরনের কাজ করে থাকেন।
জমির মালিক জানান, “এই জমি আমার বাবা কিনে এবং জমিটি প্রায় ৪০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। বাবা মারা যাওয়ার পর আমরা ভাই-বোনেরা ওয়ারিশ হিসেবে এই জমিতে আবাদ করে আসছি, কিন্তু কিছু লোক জমি দখলের চেষ্টা করছে।”
Leave a Reply