পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক নাজমু সাদাত জিম এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়। এর আগে সংগঠনের উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত হয় এই কমিটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিগত কমিটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নবগঠিত কমিটির সভাপতি বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হুরায়রা ও সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহীন আলম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: শাহাদত হোসেন শান্ত (ঢাবি), হাবিউল্লাহ হাবিব (বাকৃবি), মাহিবুর রহমান (হাবিপ্রবি); যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. তাহসিন আকরামুল তালুকদার (বাকৃবি), জাহাঙ্গীর আলম জনি (রাবি), সাবিকুন, নাহার সেতু (জাবি), নিশাত তামান্না তুষ্টি (ইবি), আহসানুল্লাহ নূর (জাবি); সাংগঠনিক সম্পাদক: সাইম সিদ্দিক (জবি), আরিফুল ইসলাম হিরা (চবি); অর্থ সম্পাদক: আরিফ মাহমুদ (সাস্ট); সহ-অর্থ সম্পাদক: সুমন মিয়া (রাবি); দপ্তর সম্পাদক: মো: সম্রাট ইসলাম (জাককানইবি), উপ দপ্তর সম্পাদক: আবু রায়হান (শাবিপ্রবি); প্রচার সম্পাদক: আবু, তাহের (জাককানইবি), শাওলিন (জাককানইবি); শিক্ষা সম্পাদক: ফয়সাল আহমেদ (বুয়েট), পারভেজ আহমেদ (ঢামেক); সমাজসেবা সম্পাদক : সাকিল মিয়া (রাবি), মোঃ জোবায়ের এহসান জীয়ন (রাবি); কার্যনির্বাহী সদস্য: আক্তাবুন্নাহার আশা (ঢাবি), শারমিন আক্তার (জাককানইবি), সাব্বির, হোসেন (জবি), ইসরাত জাহান মিতা (বাকৃবি), শরিফ উদ্দিন (বিডিইউ), আফসানা তাবাসসুম আনিকা (জাককানইবি)।
নব-নির্বাচিত কমিটির সভাপতি আবু হুরায়রা বলেন, “আগামীর ঝিনাইগাতি বিনির্মাণ, আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। যার উদ্দেশ্য ঝিনাইগাতীর শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি যোগ্য নাগরিক বিনির্মাণে কাজ করা। তিনি আরও বলেন, শিক্ষা, ঐক্য এবং উন্নয়নের পতাকা উড়াতে এবং আগামীদিনে শিক্ষা, মানবিকতা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
Leave a Reply