শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব ১৮ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে বরখাস্ত নোবিপ্রবি শিক্ষক : ছাত্রীরও শাস্তির দাবি শিক্ষার্থীদের  নোবিপ্রবিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন নিয়ম না মানলেও প্রমোশন: নোবিপ্রবির প্রভাষক বিতর্কে প্রশাসন নোবিপ্রবির ১৩ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকদের তথ্য চেয়ে দুদকের চিঠি নোবিপ্রবিতে স্বপ্ন দেখিয়ে অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা দাবি না মানলে রংপুর অচল করে দেয়ার হুমকি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র নেতৃত্বে হুরায়রা ও শাহীন চকরিয়ার হারবাংয়ে বনের হরিণ শিকার করে জবাই

নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক (সাময়িক বহিষ্কৃত) বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে এবং হাইকোর্ট কর্তৃক তার দুই বছরের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিতের প্রতিবাদে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা “স্বৈরাচারের দালালেরা হুশিয়ার”, “জাস্টিস ফর ফয়েজ”, “জ্বালাওরে জ্বালো আগুন জ্বালো”, “বহিষ্কার চাই – স্থায়ী বহিষ্কার চাই” প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক বাদশা মিয়া আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফয়েজ আহমেদের শিক্ষাজীবন নষ্ট করেছেন। শুধু তাই নয়, তার পরিবারের ওপরও নানাভাবে চাপ সৃষ্টি ও হয়রানি চালানো হচ্ছে অভিযোগ তুলে নিতে বাধ্য করতে।

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা বলেন,
“আওয়ামী লীগপন্থী দোসর বাদশা মিয়া তিন বছর ধরে ফয়েজ ভাইয়ের জীবন দুর্বিষহ করে তুলেছেন। বিনা দোষে তাকে জেলে যেতে হয়েছে, পড়ালেখার ক্ষতি হয়েছে। বাদশা মিয়া এগুলো করেছেন শুধুমাত্র প্রমোশনের জন্য উপরের মহলের তুষ্টি আদায় করতে। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়ন লক্ষ্য মুখ থুবড়ে পড়বে।”

আরেক শিক্ষার্থী জাফর আহমেদ বলেন,
“বাদশা মিয়া শুধু নোবিপ্রবির নয়, সারা দেশের শিক্ষাঙ্গনের জন্য এক কলঙ্ক। শিক্ষকতার নামে দলীয় আনুগত্য দেখিয়ে তিনি প্রশাসনের পদলেহনে ব্যস্ত ছিলেন। আজ যখন আমরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, তখন আমাদেরই নিয়ম শেখানো হচ্ছে।”

তিনি আরও বলেন,
“যে শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত ছিল, তাকে মাত্র দুই বছরের জন্য বহিষ্কার করে আবার আদালতের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হানিফ মুরাদ স্যারের সঙ্গে বাদশা মিয়ার কথোপকথনে তার প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত স্পষ্ট।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান,
“বিপ্লবী ভূমিকা গ্রহণ করুন এবং বাদশা মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করে ক্যাম্পাসে একটি দৃষ্টান্ত স্থাপন করুন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..