সন্তানের জীবন বাঁচাতে নিজের জমি বিক্রি করেছেন এক মা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলাম ২০২৩ সালের এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান এবং প্যারালাইজড হয়ে পড়েন।
আরিফুলের অসুস্থতার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমান। তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেল ও জেডআরএফ দ্রুত চিকিৎসার দায়িত্ব নেয়।
আজ সোমবার (১১ আগস্ট) সকালে জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন হাসপাতালে গিয়ে আরিফুলের মায়ের হাতে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিন মাসের চিকিৎসা শেষে ছুটি-পরবর্তী ওষুধ, পুনর্বাসন ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. মো. মোন্নাসির জামান রেমো, ডা. আদনান আহসান চৌধুরী, নাফিস বিন শামীম, নাজিউর নাঈম, শাহরিয়ার রহমান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, মো. মারুফ হাসান ও মো. খায়রুল ইসলাম শাওন।
আরিফুলের মা বলেন, “আমার ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করতে হয়েছে। এখন বিএনপি ও ডাক্তাররা পাশে দাঁড়ানোয় নতুন করে বাঁচার আশা দেখছি।”
Leave a Reply