বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, খুলনায় সহশিক্ষামূলক কার্যক্রম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) প্রতিষ্ঠানের শহীদ মোয়াজ্জম অডিটোরিয়ামে এই আয়োজন হয়।
প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে হাতের লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, সংবাদ পাঠ, গল্প বলা, বানান প্রতিযোগিতা ও বিতর্কসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রতিভার অনন্য পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন বলেন, “অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নয়, সহশিক্ষামূলক কার্যক্রমেও অভ্যন্তরীণ, জেলা, বিভাগীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে।” তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি। উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০২ জনই জিপিএ-৫ অর্জন করেছে।
Leave a Reply