নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন শিক্ষার্থীদের বরণ করেছে নোবিপ্রবি ছাত্রশিবির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দেওয়া হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালী শহরের নোয়া কনভেনশন সেন্টারে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফের পাশাপাশি পরিচিতি বই, কলম, ফুল ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ বরকত আলী।
সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। রমজান মাসব্যাপী ‘গবেষণায় হাতে খড়ি’ নামে একটি কর্মশালায় ২০০ শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা হিসেবে প্রায় এক লাখ টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply