কোভিড – ১৯ বা করোনাভাইরাস সংক্রমণ; বর্তমানে বহুল আলোচিত একটি বিষয়। এটি যেমন আলোচিত তেমনই উদ্বেগের ঘটনা।
কী এই করোনাভাইরাস? কীভাবে এটি এমন প্রাণঘাতী ভুমিকায় অবতীর্ণ হয়েছে? আর এ থেকে পরিত্রাণের উপায়ই বা কী? এমন কতশত প্রশ্ন রাত-দিন ঘুরপাক খাচ্ছে আমাদের মনে।
এই প্রশ্নগুলোয় একটু আলোকপাত করার চেষ্টা করছি। চলুন প্রথমেই জেনে নেই এই করোনাভাইস সম্পর্কে।
করোনাভাইরাস বা কোভিড-১৯ কী?
করোনা শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ মুকুট। অণুবীক্ষণ যন্ত্রে এ ভাইরাসটিকে দেখলে মনে হয় যেন মুকুট পরিহিত কোন বস্তু, তাই এমন নামকরণ। এ গোত্রীয় ভাইরাস একটি সাধারণ প্রকৃতির ভাইরাস যা আমাদের আশেপাশেই থাকে এবং স্তন্যপায়ী প্রাণি দেহে সংক্রমণ ঘটায়। আরও স্পষ্ট করে বললে প্রাণির শ্বসনতন্ত্রে আক্রমণ করে যার ফলে সর্দি, কাশি, নিউমোনিয়ার মতন নানান সমস্যার সূত্রপাত ঘটে। এখন নিশ্চয়ই প্রশ্ন উদয় হচ্ছে যে এই ভাইরাসটি যদি সাধারণই হতো তবে কেন এর সংক্রমণে জীবননাশের ঘটনা ঘটছে। সম্প্রতি করোনাভাইরাস গোত্রের যে ভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে দেখা দিচ্ছে সেটি অতি দ্রুত সংক্রমিত হয় এবং যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল তাদের মারাত্মক ক্ষতি সাধন করে এমনকি মৃত্যু ঘটায়।
করোনাভাইরাস কীভাবে ছড়ায়?
করোনাভাইরাস নিয়ে তো জানা গেলো। আসুন এবার দৃষ্টি দেই এটি কীভাবে ছড়ায় তার উপর। করোনাভাইরাস সংক্রমণের পর এর উপর করা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে এটি ড্রপলেটস এর মাধ্যমে ছড়ায়। সহজ ভাবে বললে আক্রান্ত ব্যক্তির হাঁচি – কাশির মাধ্যমে ছড়ায়। ধরুন আক্রান্ত কোন ব্যক্তি হাঁচি দিল, তার হাঁচির মাধ্যমে এ ভাইরাস বায়ুতে থাকবে এবং এর কনাগুলো ভারী হওয়ায় তা কিছুক্ষন এর মধ্যে মাটিতে পড়ে যাবে। এখন আপনি যদি সেই ব্যক্তির নাগালের ভিতর অবস্থান করে থাকেন তবে এ ভাইরাস মাটিতে পড়ার আগেই আপনাকে সংক্রমিত করবে। আবার আপনি তার নাগালের ভিতরে নেই, কিন্তু ভাইরাসটি যেখানে পড়েছে আপনি সেদিক দিয়ে হেঁটে বেড়ালেন। তখন এ ভাইরাসটি আপনার জুতোর সাথে পায়ে পায়ে পৌছে যাবে আপনার ঘরে এবং সংক্রমিত করবে আপনাকে ও আপনার পরিবারকে। তাহলে এ ভাইরাসকে প্রতিহত করার উপায় কী?
করোনাভাইরাস প্রতিহত করার উপায়ঃ
আমরা জেনেছি যে করোনাভাইরাস বায়ু বা পানিবাহিত রোগ নয় বরং এটি ছড়ায় ড্রপলেট এর মাধ্যমে। তাই একে প্রতিহত করতে আপনাকে এই ভাইরাস থেকে দূরে থাকতে হবে। ঠিক কোন কোন উপায়ে করোনাভাইরাসকে প্রতিহত করা যায় অর্থাৎ এটি থেকে সুস্থ থাকার উপায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু নিয়ম বাতলে দিয়েছে। সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি –
এবার দেখে নেওয়া যাক করোনাভাইরাসে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা যায়।
করোনাভাইরাসের উপসর্গ –
সাধারণত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৪ দিনের মাঝে কোন উপসর্গ দেখা দেয় না কেননা এ ভাইরাসটির সুপ্তাবস্থা ১৪ দিন। সাধারণত আক্রান্ত ব্যক্তির মধ্যে যে উপসর্গগুলো দেখা যায় তা নিম্নরূপ –
আবার অনেকের মাঝেই আক্রান্ত হবার পরও কোন ধরনের উপসর্গ পরিলক্ষিত হয় না। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। করোনাভাইরাসে আক্রান্ত হলেই যে মৃত্যু অবধারিত ব্যপারটি এমন নয়। আপনার সচেতনতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখতে।
তাই বাসায় থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।
লেখক –
জিনাতুল জাহরা ঐশী
খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগ
গার্হস্থ্য অর্থনীতি কলেজ,
আজিমপুর ঢাকা।
Leave a Reply