অনলাইন পত্রিকা “বাংলাদেশ সারাবেলা” তে প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ চলছে।দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন পত্রিকা বাংলাদেশ সারাবেলা” পত্রিকায় প্রতিনিধি নিয়োগ চলছে।বস্তুনিষ্ঠ সংবাদ বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষাঙ্গনে পৌঁছে দিতে পত্রিকাটিতে নিয়োগ দেওয়া হবে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক একদল সংবাদকর্মীদের। আপনিও সংযুক্ত হতে পারেন আমাদের পরিবারে।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবেঃ
• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে। ই-মেইলঃ bangladeshsarabela@gmail.com
• সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে।
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
•আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ, যেকোন মুহুর্তে কাজের চাপ নিতে প্রস্তুত/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
•নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে,কোন ভাবেই অন্য কোথাও থেকে কপি করে নিউজ পাঠানো যাবে না।একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
•অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• প্রতিনিধি নির্বাচনে কর্তৃপক্ষের সীদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেইজে www.facebook.com/bdsarabela লাইক দিয়ে সঙ্গে থাকবেন।
অনলাইন পত্রিকাঃ www.bdsarabela.com
I agre
বাগেরহাট জেলা প্রতিনিধি