কুষ্টিয়ায় এক ডাক্তারসহ করোনায় নতুন আক্রান্ত হয়েছে চারজন।এর আগেও কুষ্টিয়ায় ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার করোনায় আক্রান্ত হয়।আজ নতুন করে জেলার মিরপুর উপজেলায় একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া জেলার দৌলতপুর উপজেলায় ৩ জন নতুন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বসে জানিয়েছেন কুষ্টিয়া জেলার সিভিল সার্জন। আজ দুপরে জেলা সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৯ জন। নতুন করে আক্রান্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৯ বিসিএস এর একজন নারী চিকিৎসক।
দৌলতপুর উপজেলার ৩ জন নতুন রোগী যথাক্রমে ফিলিপনগর ১ জন, তেকালার ১ জন ও লাউবাড়িয়া গ্রামের ১ জন।
আক্রান্তদের মধ্যে মোট ৮ জন পুরুষ এবং ১ জন মহিলা।
এ পর্যন্ত কুষ্টিয়া জেলার সকল উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা যথাক্রমে কুষ্টিয়া সদর-১, ভেড়ামারা-১, খোকশা-১, মিরপুর-১, দৌলতপুর-৩ ও খোকশা-২ জন।
নতুন আক্রান্ত রোগীদের জেলা করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যাক্তিদের বাড়িসহ আশে পাশের কয়েকবাড়ি লকডাউন ও গ্রামে অতিরিক্ত সর্তকতা নেওয়া হয়েছে বলে জেলার উপজেলা নির্বাহী অফিসারগন সাংবাদিকদের নিশ্চত করেছেন।
Leave a Reply