রাশিয়ায় বিশ্বের একমাত্র পারমানবিক শক্তি চালিত আইসব্রেকার- “লিডার” নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
রাশিয়ান রাষ্ট্রীয় কর্পোরেশন ‘রসাটম’ নতুন একটি আইসব্রেকার তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। যার নাম “লিডার” রাখা হয়েছে।
রসাটম জানিয়েছে ‘লিডার’ হবে বিশ্বের একমাত্র পারমানবিক শক্তি চালিত আইসব্রেকার জাহাজ। এই উদ্দেশ্যে রসাটম রাশিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এসভেজতা-এর সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে ইতিমধ্যে ।
এখন বিশ্ববাসীর অপেক্ষার পালা। সত্যিই রাশিয়ান রাষ্ট্রীয় সংগঠন রসাটম পারমাণবিক শক্তি চালিত আইসব্রেকার তৈরি করতে পারে কিনা আর করলেও তা কবে নাগাদ।
এ জন্য অবশ্য রসাটম অপেক্ষা করতে বলেছে আরো কয়েক বছর।
Leave a Reply